Beta
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক বার্তায় তিনি বলেন, “ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমি প্রার্থনা করছি এবং আমি আন্তরিকভাবে আশা করি সবাই নিরাপদে আছেন।”

তারেক রহমান বলেছেন, “আমি ফায়ার সার্ভিস, আর্মড ফোর্সের সাহসী সদস্য এবং অন্যান্য বাহিনীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সকলে আগুন নির্বাপনে দ্রুততা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যা তাদের জনসেবার প্রতি সত্যিকারের একাগ্রতা ও নিষ্ঠার প্রদর্শন।”

এই ঘটনার কারণ নির্ধারণ করতে এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একটি সম্পূর্ণ ও স্বচ্ছ তদন্ত করা জরুরি উল্লেখ করে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ইপিজেড ও মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান অতীব জরুরি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত