Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

শেষ হলো জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে শুক্রবার। ছবি: সকাল সন্ধ্যা
জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে শুক্রবার। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরে শুক্রবার শেষ হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

এই প্রতিযোগিতায় মহিলা বিভাগের টি-ফোর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ফরিদা আক্তার আসমা। রানার্স আপ হয়েছেন পারভীন আক্তার।

পুরুষ বিভাগে টি-ফোর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মাহবুব। রানার্স আপ প্রীতম। মহিলা বিভাগে টি-ফাইভ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন শিল্পী রানী নাথ, রানার্স আপ সোনিয়া খানম।

পুরুষ বিভাগে টি-ইলেভেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন তাওহিদ ইমাম। রানার্স আপ তাহমিদ ইসলাম।

মহিলা বিভাগে টি-ইলেভেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বৈশাখী খানম । রানার্স আপ হয়েছেন তানভি পৃথা খান। এছাড়া এই বিভাগে ডিএস এফ ইলেভেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রজ্ঞা পারমিতা রায়। রানার্স আপ হয়েছেন তাহমিনা।

পুরুষ বিভাগে টি ইলেভেন ডিএস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ইমরান। রানার্স আপ রিপতি হোসেন। পুরুষ বিভাগে টি-ফাইভ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন রুবেল, রানার্স আপ কাজী বেলাল। টি সেভেন-এইট বিভাগে ফয়েজ মোহাম্মদ আবদুল্লাহ চ্যাম্পিয়ন, রানার্স আপ জমির উদ্দিন। টি-নাইন বিভাগে চ্যাম্পিয়ন ইশাত হোসেন জিসান। রানার্স আপ মোহাম্মদ শহিদ। টি-টেন বিভাগে সৌমিম মন্ডল চ্যাম্পিয়ন, রানার্স আপ নুরুল্লাহ। টি-টুয়েলভ নারী বিভাগে চ্যাম্পিয়ন ফাহিমা এবং রানার্স আপ হয়েছেন রমা দেবনাথ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদুল হাসান। উপস্থিত ছিলেন জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সহ সভাপতি মোস্তফা কামাল শাহিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট, জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ মৃদুল।

দুই দিনের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী খেলোয়াড়েরা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত