Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রেকর্ড ৩ বিলিয়ন পাউন্ডের দলবদল ইংল্যান্ডে, ক্লাব পেলেন না মার্তিনেজ

m9
[publishpress_authors_box]

দলবদলের বাজারে আলোড়নই ফেলল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। নতুন মৌসুমে তারা খেলোয়াড় কিনতে ব্যয় করেছে রেকর্ড ৩.০৮৭ বিলিয়ন পাউন্ড। এটা বুন্দেসলিগা, লা লিগা, লিগ ওয়ান আর সিরি ‘এ’র সম্মিলিত দলবদলের খরচের চেয়েও বেশি। গত মৌসুমেও খেলোয়াড় কেনায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ব্যয় করেছিল ১.৯৬ বিলিয়ন পাউন্ড।

১ সেপ্টেম্বর ইউরোপে ছিল ফুটবলার কেনা-বেচার শেষ দিন। অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য যে অঙ্কের প্রস্তাব পাঠিয়েছিল তাতে রাজি হয়নি ভিলা।

দোন্নারুমা যোগ দিয়েছেন ম্যান সিটিতে।

 এখনও এক সপ্তাহ সময় আছে তুরস্কের লিগের দলবদলে। তবে তুর্কি কোনো ক্লাব বা সৌদি আরবে যেতে চান না মার্তিনেজ। নতুন মৌসুমে হয়তো ভিলাতেই দেখা যাবে তাকে। মার্তিনেজকে না পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ১৮ মিলিয়ন পাউন্ডে কিনেছে বেলজিয়ামের গোলকিপার সেনা লামিনসকে।

পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা শেষ বেলায় দল পেয়েছেন বলেই জানিয়েছে একাধিক ইংলিশ সংবাদ মাধ্যম। ২৬ মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। আর সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন গেছেন তুরস্কের ক্লাবে ফেনারবাচেতে।

সবচেয়ে বেশি খরচ করেছে লিভারপুল।

পিএসজির কোলো মুয়ানি এক বছরের জন্য ধারে যোগ দিয়েছেন টটেনহামে। শেষ দিনে ফুলহাম ক্লাব রেকর্ড ৩৪.৬ মিলিয়ন পাউন্ডে শাখতার থেকে কিনেছে ব্রাজিলিয়ান উইঙ্গার কেভিনকে।

এবারের ট্রান্সফার মৌসুমের সর্বোচ্চ দাম দিয়ে তিন খেলোয়াড় কিনেছে লিভারপুল। আলেক্সান্ডার ইসাকের জন্য ১৪৪ মিলিয়ন ইউরো, ফ্লোরিয়ান ভির্তৎজের জন্য ১২৫ মিলিয়ন ইউরো আর হুগো একিতিকেকে তারা কিনেছে ৯৫ মিলিয়ন ইউরোয়।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত