Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বাড়ি ফিরল মাইলস্টোনের আরও দুই জন

milestone injured
[publishpress_authors_box]

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও দুই জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তারা হলেন ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুরী জান্নাত ইউশা এবং শিক্ষক সুমাইয়া রহমান লরিন।

রবিবার সকাল সন্ধ্যাকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “পুরোপুরি সুস্থ হওয়ায় ইউশা এবং সুমাইয়া রহমান লরিনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

আহতদের ৫৬ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়; তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সেদিনের আগুনে নুরী জান্নাত ইউশার শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে ২২ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিল। আর শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের মুখমন্ডল হাতসহ দগ্ধ হয়েছিল ১৮ শতাংশ।

ইউশা ও সুমাইয়া লরিনের শরীরের ক্ষত তুলনামূলক কম ছিলো মন্তব্য করে শাওন বিন রহমান জানান, “পরিবারের সদস্যরা দুই জনকে বাড়ি নিয়ে গেছেন।”

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এ নিয়ে ১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ২৪ জন এখনও ভর্তি আছেন হাসপাতালে।

বিমান দুর্ঘটনার পর কয়েক দফা ছুটি বাড়িয়ে গত ৬ আগস্ট ক্লাস ও পরীক্ষা শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত