Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

প্রত্যাবর্তনের পরও ইতালির বিদায়, সেমিফাইনালে রোনালদোর পর্তুগাল

r7
[publishpress_authors_box]

৩০ থেকে ৪৫- এই ১৫ মিনিটে ইতালির ওপর ঝড় বইয়ে দিয়েছিল জার্মানি। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তারা এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ছেড়ে কথা বলেনি।

 ডর্টমুন্ডে রোমাঞ্চকর প্রত্যাবর্তনে তারা ম্যাচে সমতা ফেরায় ৩-৩ গোলে। তারপরও কপাল পুড়ল ইতালিরই। কারণ প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতেছিল জার্মানি। সবমিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট জার্মানদের।

সেমিফাইনালে জার্মানি খেলবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগাল ১-০ গোলে হেরেছিল ডেনমার্কের কাছে। ফিরতি লেগের শুরুতেই পেনাল্টি মিস করেন রোনালদো। তার একটি গোল বাতিলও হয়! তারপরও নাটকীয় ম্যাচটিতে ৫-২ গোলে জিতেছে পর্তুগাল। দুই লেগ মিলিয়ে পর্তুগাল এগিয়ে ৫-৩ ব্যবধানে।

জার্মানি ৩ : ৩ ইতালি

ডর্টমুন্ডের মাঠে ৩০তম মিনিটে জসুয়া কিমিখের পেনাল্টিতে ইতালির বিপক্ষে এগিয়ে গিয়েছিল জার্মানি। টিম ক্লাইনডিন্সট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল তারা। ৩৬ মিনিটে ডি-বক্সের মধ্যে ডান পায়ের শটে ব্যবধান ৩-০ করেন জামাল মুসিয়ালা। ৪৫তম মিনিটে কিমিখের ক্রসে করা হেডে বায়ার্ন মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট জার্মানেদের এগিয়ে দেন ৩-০’তে। দুই লেগ মিলিয়ে জার্মানি এগিয়ে তখন ৫-১ গোলে।

এমন ধ্বংসস্তুপ থেকেও ঘুরে দাঁড়ায় ইতালি। ৪৯ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন ময়েজ কিন। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-৩ সমতা ফেরান গিয়াকমো রাসপাদোরি। তাতে আশা জাগলেও শেষ পর্যন্ত আর সেমির টিকিট পাওয়া হয়নি ইতালির। দুই লেগ মিলিয়ে জার্মানির অগ্রগামিতা ছিল ৫-৪ গোলের।

পর্তুগাল ৫ : ২ ডেনমার্ক

ম্যাচ শুরুর আগে গিনেস বুক সম্মানিত করে ক্রিস্তিয়ানো রোনালদোকে। সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বীকৃতি পান তিনি। কিন্তু ষষ্ঠ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন রোনালদো। তার দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকান ডেনমার্ক গোলরক্ষক কেসপার স্মাইকেল। ৩৮তম মিনিটে ইওয়াখিম আন্ডেরসেনের আত্মঘাতি গোলে এগিয়ে যায় পর্তূগাল। হেডে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন তিনি।

বিরতির আগে হেডে রোনালাদো বল জালে জড়ালেও বাতিল হয় সেটা। উল্টো ৫৬ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস থেকে করা হেডে সমতা ফেরান গাসমুস ক্রিস্টেনসেন। ৭২ মিনিটে রোনালদোর গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের শট পোস্টে বাধা পেয়ে গোলরক্ষকের হাতে লেগে যায় আরেকদিকে। রোনালদো বলের কাছে পৌঁছে কঠিন কোণ থেকে দারুণ শটে করেন লক্ষ্যেভেদ। ৭৬ মিানটে আবারও সমতা ফেরান ক্রিস্টিয়ান এরিকসেন। ৮৬ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন দিয়োগো দালোতকের জায়গায় বদলি নামা ফ্রান্সিসকো ত্রিনকাও।

 দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ততক্ষণে রোনালদো উঠে গিয়েছিলেন মাঠ থেকে। রোনালদোকে ছাড়াই অতিরিক্ত সময়ের ২ গোলে বাজিমাত করে পর্তুগাল। ৯১ মিনিটে ত্রিনকাও ও ১১৫তম মিনিটে অপর গোলটি করেন গনসালো রামোস।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত