Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বোল্টের পাশে লাইলস

l final1
[publishpress_authors_box]

অ্যাথলেটিক্স ট্র্যাকে উসাইন বোল্ট নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১০০ ও ২০০ মিটারে তার বিশ্ব রেকর্ড ভাঙা অসম্ভবই মনে করেন অনেকে। তবে এই জ্যামাইকান কিংবদন্তির একটা কীর্তিতে ভাগ বসালেন নোহা লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থবার ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার।

এই টুর্নামেন্টে টানা ৪বার ২০০ মিটারে সোনা জেতার রেকর্ড আছে শুধু উসাইন বোল্টের। লাইলস ২০২৭ সালে ছাড়িয়ে যেতে চান তাকেও, ‘‘২০২৭ সালের জন্য তর সইছে না। একমাত্র স্প্রিন্টার হিসেবে এই ইভেন্টে টানা পাঁচ সোনা জিততে চাই আমি। ২০২১ সালে টোকিওতে আমার সময় ভালো যায়নি। তবে এবার আমি ভীষণ খুশি।’’

সেমিফাইনালে লাইলস সময় নিয়েছিলেন ১৯.৫১ সেকেন্ড। তবে ফাইনালে সোনা জিতেছেন ১৯.৫২ সেকেন্ডে। এরপর চার আঙুল দেখিয়ে বুঝিয়েছেন, এই ইভেন্টে টানা ৪ সোনা জয়ের কথা।

এবারের বিশ্ব অ্যাথলেটিক্সেই ১০০ মিটারে তৃতীয় হয়েছিলেন লাইলস। সোনা জিতেছিলেন জ্যামাইকার সেভিল। ২০০ মিটারে সোনা জিতে সেই আক্ষেপ মেটান লাইলস। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন জ্যামাইকার ব্রায়ান লেভেল। এটা আবার বোল্টের স্বর্ণযুগ শেষে জ্যামাইকার কোনও অ্যাথলেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক!

আরও পড়ুন

সর্বাধিক পঠিত