Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানি নারীদের বিশ্বকাপে

w3
[publishpress_authors_box]

যুগান্তকারী ঘোষণাই দিল আইসিসি। ২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই প্রাইজমানি সর্বশেষ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি!

এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৩.৮৮ মিলিয়ন ডলার বা ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। আগের নারী বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ৪ গুণ। ২০২৩ সালে পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

নারীদের বিশ্বকাপে এত বেশি প্রাইজমানি নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বললেন, ‘‘ নারী ক্রিকেটের যাত্রায় মাইলফলক হয়ে থাকবে এটা। প্রাইজমানির ৪ গুণ বৃদ্ধি নারী ক্রিকেটের যুগান্তকারী মুহূর্ত। আমাদের বার্তা খুব সহজ- নারীদের জানাতে হবে তারা যদি এই খেলাকে পেশা হিসেবে বেছে নেন তাহলে তাদের সঙ্গে পুরুষদের সমান আচরণ করা হবে। এই পদক্ষেপ নারী ক্রিকেটের উন্নয়নকে তরান্বিত করবে বলে নিশ্চিত আমি।’’

রানার-আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা, যা আগেরবারের ২৭৩ শতাংশ বেশি। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, যা ২৩৯ শতাংশ বেশি।

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ পাবে অন্তত আড়াই লাখ মার্কিন ডলার বা ৩ কোটি টাকা। করে পাবে। ৮ দলের বিশ্বকাপে ৭ম ও ৮ম স্থানে থাকা দল ২ লাখ ৮০ হাজার ডলার, ৫ম ও ষষ্ঠ স্থানে থাকা দল ৭ লাখ ডলার করে পাবে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য যোগ হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার করে। সেমিফাইনালে উঠে বাদ পড়া দলগুলো পাবে ১.১২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত