Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ওয়ার্ল্ড সাসটেইনিবিলিটি ডে-তে আলোচনা সভা অনুষ্ঠিত

world sustainibilty day
[publishpress_authors_box]

রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে করণীয় বিষয়ক আলোচনার মধ্য দিয়ে ‘ওয়ার্ল্ড সাসটেইনিবিলিটি ডে-২০২৪’ পালন করা হয়েছে।   

বুধবার জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বিল্ডিং রেসিলিয়ান্স: অ্যাডভান্সিং সাস্টেইনেবিলিটি’ প্রতিপাদ্যে শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ, এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণকে একত্রিত করেছে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর প্রিন্সিপাল কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক এর  প্রতিনিধি ফারুক সোবহান , ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, অতিরিক্ত পররাষ্ট্র সচিব  এম রিয়াজ হামিদুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন।

প্রধান অতিথি লামিয়া মোর্শেদ বাংলাদেশে এসডিজি ত্বরান্বিত করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন ২০২৩-২০২৪ মোড়ক উন্মোচন করেন।

প্যানেল আলোচনার বিষয়বস্তু ছিল: ভ্যালু চেইন জুড়ে খাদ্য নিরাপত্তা জোরদার করা, বাংলাদেশে দুর্নীতি মোকাবেলা করার জন্য প্রযুক্তি এবং এআই ব্যবহার করা, আসন্ন ইইউ প্রবিধানের উপর ভিত্তি করে গড়ে তোলার রোডম্যাপ এবং বাংলাদেশি কোম্পানিগুলোতে এর প্রভাব এবং বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সক্ষমতা তৈরি করা।

অনুষ্ঠানটি সমাপ্ত করেন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস জামান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত