Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।
[publishpress_authors_box]

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আগে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান বলে বাসস জানিয়েছে।

তার এই পরিদর্শনের উদ্দেশ্য শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা।

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায়ও যোগ দেন।

তার সঙ্গে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও রয়েছেন।

এর আগে সোমবার হিন্দু ধর্মীয় নেতারা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন।

তখন ড. ইউনূস এই বছর দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন।

হিন্দু ধর্মীয় নেতারা তখন বলেছিলেন, গত বছরের তুলনায় এবার এক হাজারের বেশি মণ্ডপে দুর্গা পূজা হবে।

তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সকল পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাসস জানায়, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক ঘটনা। এজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত আমাদের খোঁজ-খবর রেখেছেন। গতবছরের মতো এবছরও পূজায় আমরা দুদিন ছুটি পেয়েছি। এজন্যও আপনাকে বিশেষ ধন্যবাদ।

“গত বছর ৮ আগস্ট দেশে ফেরার পরপরই আপনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন। বলেছিলেন, ‘আমরা সবাই এক পরিবার’। আপনার বক্তব্য আমাদের মনে গভীরভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে,

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ (একক), বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দিরের সভাপতি বিমান বিহারী তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্ণা রায় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দত্ত ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণীতা সরকার যমুনায় যাওয়া প্রতিনিধি দলে ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত