নারী ওয়ানডে বিশ্বকাপে দুটো ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সেই লক্ষ্যের পথে বিশাল পদক্ষেপ নেয় নিগার সুলতানা জ্যোতির দল। অপর যে দলটিকে হারানোর লক্ষ্য ছিল বাংলাদেশের তারা শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে জিততে জিততে অবিশ্বাস্য ভাবে হেরে যায় বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নামছেন জ্যোতিরা। মুম্বাইয়ের ডাই পাতিল স্টেডিয়ামে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন তারা।
মারুফা ও রাবেয়াকে নারী আইপিএলে দেখছেন সোবহানা
ভারতের বিপক্ষে ম্যাচের আগে চলছে প্রস্তুতি। মুম্বাইয়ের ডাই পাতিল স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও ভারত নারী দল। সেখানে মারুফা আক্তারকে দেখে ডেকে নিয়ে আলাপ করলেন ভারত ওপেনার স্মৃতি মানধানা। এই ওপেনার আবার ভারতের নারী আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তার নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিল বেঙ্গালুরু।
মারুফার সঙ্গে স্মৃতির এই আলাপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। মারুফাকে আইপিএলে দেখা হচ্ছে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বাংলাদেশ দলের মধ্যেই এ বিশ্বাস তৈরি হয়েছে। মারুফার সতীর্থ ব্যাটার সোবহানা মোস্তারি শুধু মারুফাকে নয় লেগ স্পিনার রাবেয়া খানকেও নারী আইপিএলে দেখছেন। নারী বিশ্বকাপে দুই ক্রিকেটারের সময়টা দারুণ যাচ্ছে।
মারুফা ও রাবেয়া যে ফর্মে রয়েছেন, তাতে তারা নারী আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পরবর্তী আসরে খেলার সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের ব্রাত্য করে রাখায় পরোক্ষভাবে ডব্লিউপিএলের সমালোচনাও করেছেন দলের সদস্য সোবহানা মোস্তারি।
ডব্লিউপিএল হয় পুরোপুরি আইপিএলের আদলে। এর আগে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করত বিসিসিআই, যার পরিসর ছিল খুবই ছোট। সেখানে খেলা হয়েছিল বাংলাদেশের জাহানারা আলম, সালমা খাতুনদের। এরপর আরও বড় পরিসরে শুরু হয় ডব্লিউপিএল, যদিও এই কন্ডিশনে দক্ষ হওয়ার পরও অজানা কারণে আজ পর্যন্ত ডব্লিউপিএলে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
তবে সোবহানার বিশ্বাস, পরবর্তী আসরে মারুফা ও রাবেয়া দল পেতে পারেন। ভারতীয় গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ”ডব্লিউপিএল অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। আমরা প্রতিবারই আমাদের নাম দেই, কিন্তু বাংলাদেশিদের কাউকে কিনে না।”
বাংলাদেশি কেউ এখনো সুযোগ না পেলেও অদূর ভবিষ্যতে সেই আক্ষেপ ঘুচতে পারে, ভারত ম্যাচের আগে এমনটিই জানান সোবহানা, “আমরা এই টুর্নামেন্ট নিয়ে ভাবছি। মারুফা অনেক ভালো করছে। এই কন্ডিশনে ও অনেক ভালো করতে পারবে। রাবেয়াও বিশ্বকাপে অনেক ভালো করছে। আমাদের মনে হচ্ছে সামনের ডব্লিউপিএলে তাদের কেউ সুযোগ পেলে পেতেও পারে।”



