অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ হলো। এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। তবে হাইব্রিড মডেলে হওয়ায় বেশ কয়েকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পাকিস্তান ও দুবাই দুই জায়গাতেই খেলবে বাংলাদেশ।
রাজনৈতিক বৈরিতা ও নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে দল পাঠাবে না ভারত। তাই ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ফাইনালের ভেন্যু রাখা হয়েছে লাহোরে। তবে ভারত শিরোপা নির্ধারণী মঞ্চে উঠলে ফাইনাল চলে যাবে দুবাইয়ে।
২০ ফেব্রুয়ারি ভারতকে দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। দুবাইয়ের ম্যাচটি খেলে নাজমুল হোসেন শান্তরা চলে যাবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি দেশটির রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা খেলবে পাকিস্তানের বিপক্ষে।
‘এ’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী দেশ দুটি। এই গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালজয়ী ৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে। কোনও কারণে ওইদিন ফাইনাল শেষ করা না গেলে ১০ মার্চ রাখা হয়েছে রিজার্ভ ডে।
গ্রুপ
গ্রুপ-এ : বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড
গ্রুপ-বি : দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড
সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান-নিউজিল্যান্ড | করাচি, পাকিস্তান |
| ২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ-ভারত | দুবাই |
| ২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | করাচি, পাকিস্তান |
| ২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | লাহোর, পাকিস্তান |
| ২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান-ভারত | দুবাই |
| ২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ-নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
| ২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
| ২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান-ইংল্যান্ড | লাহোর, পাকিস্তান |
| ২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ-পাকিস্তান | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
| ২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | লাহোর, পাকিস্তান |
| ১ মার্চ | দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড | করাচি, পাকিস্তান |
| ২ মার্চ | নিউজিল্যান্ড-ভারত | দুবাই |
| ৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | দুবাই |
| ৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | লাহোর, পাকিস্তান |
| ৯ মার্চ | ফাইনাল | লাহোর (ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাই) |
- ১০ মার্চ রিজার্ভ ডে



