সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল (৭৪)।
স্বজনরা জানিয়েছেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিলেন রিয়াজুল ইসলাম রাইজুল। শেষ রোজার দিন ইফতারের মিনিট দশেক আগে তাকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ বলছে, বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সিলেটের ডিআইজি প্রিজন (কারা উপমহাপরিদর্শক) মো. ছগির মিয়া সকাল সন্ধ্যাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই হাজতি বন্দি অসুস্থ বোধ করলে তাকে ৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১১টার তিনি মারা গেছেন।
তার ভাতিজা আবু বক্কর জানান, রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনির সমস্য, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। দীর্ঘদিন তিনি বেলজিয়ামে ছিলেন। তার তিন ছেলে ও দুই মেয়ের সবাই যুক্তরাজ্য থাকেন।
আবু বক্কর দাবি করেন, তার চাচার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। কারও সঙ্গে তার বিরোধ ছিল না। তিনি বাড়িতেই থাকতেন। শেষ রোজার দিন ইফতারের মিনিট দশেক আগে তাকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি ২২টি ওষুধ সেবন করেন। পুলিশকে সব দেখিয়েছেন; কিন্তু কাজ হয়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রিয়াজুল ইসলামকে গত ৩০ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।