Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের কাছে হেরে উইন্ডিজ ম্যাচে তাকিয়ে মেয়েরা

7
[publishpress_authors_box]

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাকিস্তানের কাছে সহজে হেরেছে বাংলাদেশ নারী দল। এই হারে অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়নি। এবার নিগার সুলতানা জ্যোতিদের তাকিয়ে থাকতে হচ্ছে উইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।

শনিবার পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৩৯.৪ ওভারে টপকে যায় পাকিস্তান। মুনিবা আলি ৬৯ ও আলিয়া রিয়াজ ৫২ রান করেন।

৭ উইকেটে হারায় বেশ ক্ষতি হয়ে গেল বাংলাদেশ দলের। হারের ব্যবধান কম হলে বাংলাদেশের রান রেট আরও বেশি থাকতো। এই ম্যাচের আগে বাংলাদেশের রান রেট ছিল ১.০৩৩। এই ম্যাচে ৭ উইকেটে হেরে যাওয়ায় তা নেমে এসেছে ০.৬৩ তে।

উইন্ডিজ থাইল্যান্ডের বিপক্ষে -০.২৮ রান রেট নিয়ে খেলতে নেমেছে। ১০০ বা তার বেশি ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপ খেলা সহজ হবে ক্যারিবিয়ান নারী দলের জন্য। সেক্ষেত্রে বাছাইপর্বেই বিশ্বকাপ স্বপ্ন আটকে যাবে বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত