Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ঢাকায় প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

asif final2
[publishpress_authors_box]

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক ম্যারাথনের আয়োজন করা হয়েছিল আজ (শুক্রবার)। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এই আয়োজন। সেই প্রতীকী ম্যারাথনে ঢাকার রাস্তায় প্রতিযোগিদের সঙ্গে দৌড়ালেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদরা অংশ নেন এতে।

আসিফ মাহমুদের ফেইসবুক পেজ থেকে নিশ্চিত করা হয় তার ম্যারাথনে অংশ নেওয়াটা।

ফেইসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ম্যারাথনটি সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। উৎসাহ-উদ্দীপনাও ছিল অংশগ্রহণকারীদের মধ্যে। ম্যারাথন শেষে আসিফ মাহমুদ বলেন, ‘‘আমাদের এই দেশগড়ার সংগ্রামটিও এক দীর্ঘ ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক—এই লড়াই আমাদের শেষ করতেই হবে।’’

জুলাই শহীদ-আহত-নিহদের কল্যানে তহবিল সংগ্রহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণ করার জায়গা থেকে এই ম্যারাথনের আয়োজন। জুলাই স্মরণে সরকারের অনেকগুলো আয়োজনের মধ্যে এটি একটি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের জন্য আবারও ম্যারাথনের আয়োজন করা হবে।’’

৩৬ জুলাই’ স্মরণে ১৮ জন নারী ও ১৮ পুরুষসহ ৩৬ অংশগ্রহণকারীকে ক্রেস্ট ও  সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় বিজয়ী, প্রথম ও দ্বিতীয় রানার্স আপকেও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত