টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা হয়েছে অভিজ্ঞ এই দুই ব্যাটারকে। ২৫ জনের প্রাথমিক দলে আছেন নুরুল হাসান সোহানও। তবে ‘এ’ দলের অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি।
‘এ’ দলের আরও কয়েকজনকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। তাদের অন্যতম মোহাম্মদ নাঈম শেখ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে রান না পাওয়া এই ব্যাটার অস্ট্রেলিয়ায় সফল হলেই কেবল ফিরতে পারেন জাতীয় দলে।
প্রাথমিক দল ডাক পেয়েছেন সৌম্য সরকার। সবশেষ গত বছর ডিসেম্বরে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন।
২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। সেখানেই আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ যাবে আরব আমিরাতে।
এশিয়া কাপের প্রাথমিক দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফ হাসান।