Beta
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রানার ‘অলিম্পিক’ দৌড়, পিছিয়ে মোস্তাফিজ

n1
[publishpress_authors_box]

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার থেকে। তারই অংশ হিসেবে আজ (রবিবার) গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে সাত সকালে এসেছিলেন ক্রিকেটাররা। স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলেছে ফিটনেস টেস্ট।

এই ফিটনেস টেস্টে অবশ্য ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আর ব্যাটার তাওহিদ হৃদয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে মালয়েশিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন লিটন। দেশে ফিরে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের অনুশীলনে আসতে পারেননি তিনি। তাওহীদ হৃদয় চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। দেশে ফিরে ২০ আগস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

ফিটনেস টেস্টে ছিলেন না লিটন ও হৃদয়।

এদিকে ফিটনেস টেস্টে চমক দেখিয়েছেন পেসার নাহিদ রানা। এই পেসার ১৬০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে। এটাকে ‘অলিম্পিক টাইমিং’ বলে মজা করেছেন নাজমুল হোসেন শান্ত। তানজিম হাসান সাকিব দ্বিতীয় সেরা টাইমিং ৫ মিনিট ৫৩ সেকেন্ডে শেষ করেছেন ১৬০০ মিটার। দৌড় শেষ করতে মেহেদী হাসান মিরাজের লেগেছে ৬ মিনিট ১ সেকেন্ড। 

সবার শেষে দৌড় শেষ করেছেন মোস্তাফিজুর রহমান। তার লেগেছে ৭ মিনিট ২৫ সেকেন্ড! টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তারপরও বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে ৩৮ বছর বয়সী মুশফিক ১৬০০ মিটার শেষ করেন ৬ মিনিট ১০ সেকেন্ডে। 

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য দৌড়ের সময় নির্ধারণ আছে তিনটি। ৫ মিনিট ৪০ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে ধরা হয় ‘এলিট’ হিসেবে। ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড সময় লাগলে ধরা হয় ‘কম্পিটেন্ট’ বা ‘সন্তোষজনক’। এর চেয়ে বেশি সময় লাগলে তাঁকে ধরা হয় ‘লিমিটেড’ হিসেবে। তাতে একমাত্র ‘এলিট’ নাহিদ রানা! এমন দারুণ টাইমিংয়ে নাজমুল হোসেন শান্ত মজা করে বলছিলেন, ‘‘নাহিদ রানাকে এবার অলিম্পিকে পাঠাব!’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত