Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-ব্রুগা

b5
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগের ৩২ দল নির্ধারিত হয়েছিল আগেই। প্লে-অফে শেষ ৪ দল টিকিট পেল বুধবার। বেনফিকা, ক্লাব ব্রুগা, কোপেনহেগেন ও কারাবাগ পেয়েছে মর্যাদার টুর্নামেন্টটির টিকিট।

প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকা ১-০ গোলে হারিয়েছে ফেনারবাচেকে। প্রথম লেগ ড্র ছিল গোলশুন্য। অপর প্লে-অফে ব্রুগা ৬-০ গোলে বিধ্বস্ত করে রেঞ্জার্সকে। দুই লেগ মিলিয়ে বেলজিয়ামের ক্লাবটির অগ্রগামিতা ৯-১।

এছাড়া কোপেনহেগেন ২-০ গোলে হারায় বাসেলকে। ফেরেনৎসভারোসোর কাছে ৩-২ গোলে হেরেছিল কারাবাগ। তবে প্রথম লেগে ৩-১ গোলে জেতায় কারাবাগের অগ্রগামিতা ৫-৪।

বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে ড্র চ্যাম্পিয়নস লিগের। আগের বারের মতো এবারও থাকছে না গ্রুপ পর্ব। প্রতিটি দল লিগ পর্বে খেলবে আটটি ম্যাচ। কোন দল কোন আট দলের সঙ্গে খেলবে সেটাই নির্ধারণ করবে এই ড্র।

প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে শুরুতে। বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ ম্যাচও নির্ধারণ করবে সেই সফটওয়্যার।

এভাবে অনুষ্ঠিত হবে চারটি পটের ড্র। প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। তবে নিজেদের দেশের ক্লাবের বিপক্ষে খেলবে না প্রথম আট ম্যাচের কোনোটি।

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা ৩৬ ক্লাব

ইংল্যান্ড : লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম, নিউক্যাসল।

স্পেন : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বিলবাও, ভিয়ারিয়াল।

ইতালি : নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, জুভেন্টাস।

জার্মানি : বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড।

ফ্রান্স : পিএসজি, মার্শেই, মোনাকো।

নেদারল্যান্ডস : পিএসভি, আয়াক্স।

পর্তুগাল : স্পোর্তিং সিপি, বেনফিকা ।

তুরস্ক : গালাতাসারাই।

চেক প্রজাতন্ত্র : স্লাভিয়া প্রাগ।

গ্রিস : অলিম্পিয়াকোস।

সাইপ্রাস :  পাফোস এফসি ।

নরওয়ে :  বোডো/গ্লিমট।

কাজাখস্তান :  কাইরাত আলমাটি।

বেলজিয়াম : ইউনিয়ন সেইন্ট-জিলোয়া, ক্লাব ব্রুগা।

 আজারবাইজান : কারবাগ

ডেনমার্ক : কোপেনহেগেন

আরও পড়ুন

সর্বাধিক পঠিত