দলে চার জন টেস্ট খেলা ব্যাটার। অথচ সর্বোচ্চ রান এসেছে ইনিংসের শেষ ব্যাটার পেসার এনামুল হকের ব্যাট থেকে। এগার নম্বরে নেমে ২৭ বলে ২৭ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ “এ” দলের রান মাত্র ১১৪।
অবশ্য চারদিনের ম্যাচে এমন ২৭ বলে ২৭ রানের ইনিংস খেলার কথা নয়। দায়িত্বটা ছিল শীর্ষ ব্যাটারদের ওপরিই। কিন্তু মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দিপুরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
সাউথ অস্ট্রেলিয়া বোলারদের সামনে সর্বোচ্চ ২৫ রান করেছেন শাহাদাত হোসেন দিপু। ৪৩ বলে ২ চারে ২৫ রান তার। ২২ বলে ২ চারে ১৩ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ বলে করেছেন ৯ রান। ইয়াসির আলি ১৪ বলে ১ রান করে ফিরেছেন।
ওপরের দিকে জাতীয় লিগে রান করা দুই ব্যাটার ইফতেখার হোসেন ইফতি ০ ও অমিত হাসান ২ রান করেছেন। নিচের দিকে রাকিবুল হাসান করেন ২২ রান।
সাউথ অস্ট্রেলিয়া দলের হয়ে তিনটি করে উইকেট নেন ওয়েস অ্যাগার। হেনরি থর্নটন ও জারসিস ওয়াদিয়া। নিজেদের প্রথম ইনিংসে নেমে সাউথ অস্ট্রেলিয়া জেসন সাঙ্গার অপরাজিত ৮৩ ও জ্যাক ফ্রেসার ম্যাকগার্কের ৫২ রানে দিন শেষে ৫ উইকেটে ২০৪ রান করেছে। লিড নিয়েছে ৯০ রানের।