Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নেওয়াজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন পাকিস্তান

পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন নেওয়াজ। ছবি : ক্রিকনফো
পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন নেওয়াজ। ছবি : ক্রিকনফো
[publishpress_authors_box]

মঞ্চটা ফাইনাল। এত বড় মঞ্চের চাপ নিতে না পেরে ভেঙে পড়ল আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে পাকিস্তান তাদের হারাল ৭৫ রানে। শুরুতে ব্যাট করে পাকিস্তান করেছিল ১৪১ রান। ফখর জামান ২৭, মোহাম্মদ নেওয়াজ ২৫ ও সাইম আয়ুব করেছিলেন ২৪ রান।  অল্প এই পুঁজি নিয়েই আফগানদের তারা গুটিয়ে দেয় ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে।

হ্যাটট্রিক করেছেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজ। ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক তিনিই। টি-টোয়েন্টিতে ৬৬ রানটা নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন আফগানিস্তানের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা। আফগানদের উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে এশিয়া কাপে বাড়তি আত্মবিশ্বাসই পেল পাকিস্তান।

ফাইনালে সবচেয়ে বেশি ২৭ রান এসেছে ফখর জামানের ব্যাট থেকে। ছবি : ক্রিকইনফো

পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক করলেন নেওয়াজ। তিনি পাঁচ উইকেট পেলেন প্রথমবার। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে শেষ দুই বলে দারভিশ রাসুলি ও আজমাতউল্লাহ ওমারজাইকে আউট করেন নেওয়াজ। নিজের পরের ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে করেন হ্যাটট্রিক।

পাকিস্তানের হয়ে নেওয়াজের আগে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ২০১৭ সালে ফাহিম আশরাফ ও ২০১৯ সালে মোহাম্মদ হাসনাইন। আফগানদের হয়ে সর্বোচ্চ ১৭ করেন রশিদ খান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত