Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভোট চলছে জাকসুতে

jucsu-election-110925-02
[publishpress_authors_box]

ডাকসু নির্বাচনের দুদিনের মাথায় ছাত্র সংসদে প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

৩৩ বছর পর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে।

জাকসুর ২৫টি পদ এবং হল সংসদগুলোর পদে ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে, তা একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা মহানগরীর বাইরে সাভার উপজেলায় স্থাপিত আবাসিক এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার মোট ১১ হাজার ৯১৯ জন, তার মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ নারী। ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন, ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর পর্যন্ত কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি।

এর মধ্যে ছাত্রীদের বেগম ফজিলাতুন্নেছা হলে ভোট গ্রহণ শুরুতে প্রায় আধা ঘণ্টা দেরি হওয়ার খবর দিয়েছে প্রথম আলো। এই ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন, প্রস্তুতির জন্য এই দেরি হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেও খানিকটা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।

সকালে ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। দুপুরের আগে এক পশলা বৃষ্টিও হয়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারও বাড়ছে কেন্দ্রে।

ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় রয়েছে আনসার সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটকে ১ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ভোটের সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা সংলগ্ন প্রান্তিক গেইট বাদে বাকি সব ফটক বন্ধ রয়েছে। ক্যাম্পাসের সব দোকান বন্ধ থাকলেও হলের ভেতরের ক্যান্টিনে ও দোকানে খাবার পাওয়া যাচ্ছে।

১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। সেবার ছাত্রদল জাকসু এবং হল ছাত্র সংসদগুলোতে বিজয়ী হয়েছিল। জাকসুতে ভিপি হয়েছিলেন মাসুদ হাসান তালুকদার, জিএস হয়েছিলেন শামসুল তাবরীজ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের উদ্যোগ নেয়।

তফসিল ঘোষণার পর গত ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র জমা নেওয়া হয় ১৯ আগস্ট পর্যন্ত। এরপর যাচাই-বাছাই, আপত্তি শুনানির পর ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১০ দিন প্রচারের সময় দিয়ে ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ঠিক করা হয়।

জাকসুতে ২৫ পদে মোট প্রার্থী এখন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৪৫ জন।

বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ফলে এই দুই হলে শুধু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।

বেগম সুফিয়া কামাল হলে ১৫ পদের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন, বাকি পাঁচ পদ শূন্য রয়েছে। নওয়াব ফয়জুন্নেছা হলে ১৫ পদের ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা, বাকি ৯টি পদ শূন্য রয়েছে। 

এবারের জাকসু নির্বাচনে ব্যাপক আলোচনা চলছে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়ে। ছাত্র ইউনিয়নের একাংশের সাবেক এই সভাপতি ভিপি প্রার্থী ছিলেন।

অনিয়মিত হওায় তার প্রার্থিতা বাতিল করেছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ আমলে বহিষ্কৃত হওয়া তার এই অনিয়মিত হওয়ার কারণ দেখিয়ে প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা চলছে।

৭ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা

কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুতে ২৫ পদের জন্য লড়াইয়ে রয়েছে ১৭৭ জন। তার মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৪৫ জন।

বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সাতটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে; এর বাইরে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে অনেক।

ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী করা হয়েছে মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি মো. শেখ সাদী হাসানকে। জিএস প্রার্থী হয়েছেন ১৩ নম্বর ছাত্রী হল ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে আঞ্জুমান আরা ইকরা ছাত্রদলের প্যানেলে লড়বেন।

ডাকসুতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে জয়ী ইসলামী ছাত্রশিবির জাকসুতে লড়ছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে। তাদের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ, জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়বেন ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে লড়বেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

অভ্যুত্থানকারীদের গড়া দল এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদ ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলে ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ লড়ছেন।

ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশসহ বেশ কয়েকটি সাংস্কৃতি সংগঠন মিলে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল ঘোষণা করে। এই প্যানেলে ভিপি প্রার্থী অমর্ত্য রায় থাকলেও তিনি লড়াই থেকে বাদ পড়ায় এখন জিএস প্রার্থী থাকছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান।

১১ জন নারী, ৭ জন আদিবাসী, ৬ জন সনাতন ধর্মাবলম্বী, ৩ জন বৌদ্ধ ও ২ জন খ্রিস্টান ধর্মাবলম্বীকে নিয়ে সাজানো এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রার্থী নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী ফারিয়া জামান নিকি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’। এই প্যানেলে ভিপি প্রার্থী জিতুর সঙ্গে জিএস প্রার্থী রয়েছেন শাকিল আলী। এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রার্থী রয়েছেন তৌহিদুল ইসলাম নিবির ভূঁঞা।

ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন মিলে ‘সংশপ্তক পর্ষদ’ নামে একটি আংশিক প্যানেল দিয়েছে। এই প্যানেলে ভিপি প্রার্থী নেই, জিএস পদে লড়ছেন জাহিদুল ইসলাম ইমন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী হয়েছেন সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘের নেতৃত্বে আট সদস্যের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেল ভোটের লড়াইয়ে রয়েছে। মাহফুজ এই প্যানেলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী তানবীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে এই প্যানেলের প্রার্থী নাজমুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত