নির্বাচনের একদিন পরই আজ (মঙ্গলবার) বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং ছিল। বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম সভাতেই। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের পাশাপাশি গ্রাউন্ডস কমিটি এবং ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পেয়েছেন বুলবুল।
ক্রিকেট অপারেশন্স ও ফাইন্যান্স কমিটির দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গায়ক থেকে বিসিবি পরিচালক হওয়া আসিফ আকবার আছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে।
গত বোর্ডে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন ইফতেখার। ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে পরিচালক হওয়া ইফতেখার একই দায়িত্ব পেয়েছেন নতুন বোর্ডেও। এ ছাড়া বিপিএলের মেম্বার সেক্রেটারি হিসেবেও কাজ করবেন তিনি। প্রথমবার বিসিবির পরিচালক হওয়া খালেদ মাসুদ পাইলটকে দেয়া হয়েছে হাই পারফরম্যান্স কমিটির দায়িত্ব।
এদিকে বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। আওয়ামী সংশ্লিষ্টতার কারণে পদ হারিয়েছেন তিনি। তার জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে আজ বিসিবির পরিচালকের পদে এনএসসির মনোনয়ন দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তবে এখনও এনএসসি সেটা নিশ্চিত করেনি।
রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা দৌলা। তিনি বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন তিনি। রুবাবা শেষ পর্যন্ত বিসিবিতে আসতে পারেন কিনা সেটাই দেখার।
কে কোন দায়িত্ব পেলেন
বিপিএল, ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান— আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশন্স ও ফাইন্যান্স কমিটি— নাজমুল আবেদিন ফাহিম
ডিসিপ্লিনারি কমিটি— ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি— ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি— আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি— আসিফ আকবর
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি— শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি— ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং ও কমার্শিয়াল— শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি— মোহাম্মদ মনজুর আলম
টেন্ডার ও পারচেস কমিটি— আবুল বাশার
মিডিয়া ও কমিউনিকেশন কমিটি— আমজাদ হোসেন
অডিট কমিটি— মুখলেসুর রহমান খান
নারী ক্রিকেট কমিটি— আব্দুর রাজ্জাক
লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল- ইয়াসির মোহাম্মদ ফয়সাল
সিকিউরিটি কমিটি- মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম কমিটি— আদনান রহমান দীপন
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি— জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স কমিটি— খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স— রাহাত সামস
ওয়েলফেয়ার কমিটি— মোকছেদুল কামাল