Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়া গ্রেপ্তার

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।
[publishpress_authors_box]

জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনার একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, যিনি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

নুসরাত ফারিয়া থাইল্যান্ডে যেতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন বিভাগ তাকে আটকে দিয়েছিল। পরে তাকে ভাটারা থানায় করা ওই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে।

যে অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই আন্দোলন শুরুর পর তা দমনে খড়গহস্ত হয়েছিল আওয়ামী লীগ।

তখন হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতনের ঘটনায় পরে অনেক মামলা হয়। বেশ কয়েকটি মামলায় বিভিন্ন শিল্পী-কলাকুশলীদেরও আসামি করা হয় ‘আওয়ামী লীগের দোসর’ হিসাবে।

ভাটারা থানায় তেমন একটি হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা জায়েদ খান, সাইমন সাদিকের পাশাপাশি নুসরাত ফারিয়াকেও আসামি করা হয়।

সেই মামলায়ই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন।

নুসরাত ফারিয়া এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানান তিনি।

তবে নুসরাতকে এখনই আদালতে হাজির করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিক। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিত সেই সিনেমায় অভিনয় করেন নুসরাত ফারিয়া।

৩১ বছর বয়সী নুসরাত ফারিয়া স্কুল জীবনে বিতার্কিক হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন। মডেলিং দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরুর পরে আসেন অভিনয়ে। ২০১৫ সালে আশিকী সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। পরে কলকতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। এছাড়া টিভি নাটকেও দেখা যায় তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত