Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি আকবরের

akbar
[publishpress_authors_box]

ব্যাটিং পারফরম্যান্স দিয়ে খুব একটা নজর কাড়তে পারেন না বলে যুব দলের গন্ডি পেরিয়ে ৫ বছর হলেও জাতীয় দলের দরজা খোলেনি আকবর আলির জন্য।

সেই আক্ষেপ মেটানোর চ্যালেঞ্জ নিজেকে দিয়েছেন আকবর। তাই রাজশাহীতে দক্ষিন আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বুধবার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।

তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। নিজের অর্জনের খাতায় একশ পেলেও তার দল হেরেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইমার্জিং দলের হার ১০ রানে। বুধবারের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

৩৩৩ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ অলআউট হয় ৩২২ রানে। আগের ম্যাচে প্রোটিয়াদের তিনশো ছাড়ানো স্কোরের পিছু ছুটে ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। আকবর থাকলে বুধবারও জয়ের দেখা পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।

২ ছক্কা ও ১৪ চারে ১১০ বলে ১৩১ রানের ইনিংস খেলেছেন আকবর। এই ইনিংস খেলে ফেরার সময় ৩০ বলে মাত্র ৪২ রানের দরকার ছিল বাংলাদেশের। অথচ পরের ব্যাটাররা এই সমীকরণ মেলাতে পারেননি। বাংলাদেশের হয়ে রিজওয়ান ৩৭, আরিফুল ৩৫ ও জিসান ৫০ রান করেন।

দক্ষিণ আফ্রিকার সিমেলান ৫ উইকেট নেন। এছাড়া ডিয়ান ফরেস্টারের ৯৬ রানে তিনশো ছাড়ানো সংগ্রহ পায় প্রোটিয়ারা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত