Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ব্র্যাডম্যানের চেয়েও বেশি গড় এক পাইলটের!

প্রথম শ্রেণীর ক্রিকেটে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে কাল ৩০০ করেছেন নাকভি। ছবি : টুইটার
প্রথম শ্রেণীর ক্রিকেটে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে কাল ৩০০ করেছেন নাকভি। ছবি : টুইটার
[publishpress_authors_box]

আন্তুম নাকভির জন্ম বেলজিয়ামে। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পড়া শেষে হয়েছেন পাইলট। তাও শখের নয় বাণিজ্যিক পাইলট। নিজের এক্স ও ইন্সটাগ্রামে দিয়ে রেখেছেন এই পরিচয়।
বিমান যেমন চালাতে পারেন তেমনি ভালো পারেন ব্যাট চালাতেও। সেই নাকভির প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় গতকাল হয়েছে ১০২, যা ডন ব্র্যাডম্যানের চেয়েও বেশি!
জিম্বাবুয়ের মিড ওয়েস্ট রাইনোজের অধিনায়ক নাকভি। হারারেতে লোগান কাপে মাটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে কাল করেছেন অনন্য এক কীর্তিও। জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে করেছেন ট্রিপল সেঞ্চুরি।

আন্তুম নাকভি একজন পাইলটও। ছবি : ইনস্টাগ্রাম


নাকভি অপরাজিত ছিলেন ৩০০ রানে। ৪৪৪ মিনিট ক্রিজে থেকে ২৯৫ বলে ৩০ বাউন্ডারি ও ১০ ছক্কায় খেলেছিলেন ইনিংসটি। অধিনায়ক হওয়ায় তিনি নিজেই এরপর ঘোষণা করেন ইনিংস।
৮ ম্যাচে নাকভির রান ৭১৫, সেঞ্চুরি করেছেন ৪টি। এর একটি গতকাল করা ট্রিপল সেঞ্চুরি। ডন ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় কিছুটা কম, ৯৫.১৪। ২৪ বছরের নাকভি ১০২ গড় নিয়ে ছাড়িয়ে গেলেন ব্র্যাডম্যানকেও।
লোগান কাপে এর আগে ২০১৭-১৮ মৌসেুমে সেফাস ঝুয়াওয়ের ২৬৫ রান ছিল সর্বোচ্চ। জিম্বাবুয়ের কোনো ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ২৭৯ রানের ইনিংসটি ছিল রি গ্রিপারের।। ১৯৬৭-৬৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কুরি কাপে অপরাজিত ইনিংসটি খেলেছিলেন তিনি।
নাকভি ছাড়িয়ে গেলেন তাদের সবাইকে। জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তাই দেখতেই পারেন নাকভি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত