Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকা স্টেডিয়ামে আর্চারি-ফুটবলের লড়াই, যা বললেন ক্রীড়া উপদেষ্টা  

666
[publishpress_authors_box]

হঠাৎ ভেন্যু সংকটে পড়েছে বাংলাদেশ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ৮-১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকায়। এর ভেন্যু জাতীয় স্টেডিয়াম। সে সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে দুটি ম্যাচ। একটি ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ। অন্যটি ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে। এই দুটি ম্যাচও হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে!

১৮ নভেম্বর ম্যাচ নিয়ে সমস্যা না হলেও ১৩ নভেম্বর আফগানদের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে তৈরি হয়েছে সংকট। একই দিন একই ভেন্যুতে দুটি খেলা হওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবলকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন।

 শনিবার এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন। ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভেন্যু জটিলতা নিয়ে জানালেন, ‘‘আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা কমলাপুর স্টেডিয়াম কিংবা আর্মি স্টেডিয়ামে করবো। ঐ সময় এখানে ফুটবল ম্যাচ রয়েছে। আর্চারি অন্য কোনও জায়গায় হবে।’’

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় ৩০ টির বেশি দেশ আসবে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা মিলিয়ে সংখ্যা চারশ’র বেশি। আগে থেকে ঠিক করা ভেন্যু বদল হলে কেমন হবে-এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বললেন, ‘‘ফুটবলের প্রতি প্রয়োরিটি রয়েছে। ভারত ও আফগানিস্তানের সাথে খুব কাছাকাছি সময়ে ম্যাচ আছে। সেই কারণে আমরা দুঃখজনকভাবে এখানে আর্চারি করতে পারছি না। আর্চারি অন্য কোনো জায়গায় হবে।’’

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, নব্বইয়ের দশকের উন্মাদনা তাঁরা ফিরিয়ে আনতে পেরেছেন। সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘‘আসলে ফুটবল যে পর্যায়ে ছিল, সেখান থেকে এক বছরে খুব বেশি যাচাই করার সুযোগ নেই। কারণ, এক বছর আগে আমরা কোথায় ছিলাম আর এক বছর পরে কোথায় আছি, সেটাই যদি আপনারা একটু পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন। আসলে বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ফুটবলে আমরা নব্বই দশকের উন্মাদনা, সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্যালারিভর্তি মানুষ থাকেন। বাইরেও থাকেন, ঢুকতে পারেন না এমন। দর্শকদের এই ভালোবাসা ফিরিয়ে আনতে পেরেছি।’’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এমন সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘‘এশিয়ান আর্চারি টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামের জন্য আয়োজন উপযোগী নয়। আর্মি স্টেডিয়ামে এটা আয়োজন সম্ভব। কিন্তু ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি অনুষ্ঠিত হবে এটা সবাই জানে। এই সময়ে ভেন্যু পরিবর্তন করা আমাদের পক্ষে কঠিন।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত