অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সবশেষ তারা ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। কানাডায় অনুষ্ঠিত বয়সভিত্তিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল আগুয়েরো, দি মারিয়া, রোমেরোর মতো তারকারা। এরপর ১৮ বছর পর ফাইনালেই খেলা হয়নি আর।
আক্ষেপটা মিটল অবশেষে। তাদের উত্তরসূরিরা আলবিসেলেস্তেদের ফাইনালের মঞ্চে তুলল কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে। আজ সকালে হওয়া ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন মায়ামিতে মেসির সতীর্থ মাতেও সিলভেতি।
ইন্টার মায়ামির ১৯ বছর বয়সী উইঙ্গার কদিন আগেই উঠে এসেছিলেন আলোচনায়। মায়ামির ম্যাচে পেনাল্টি পাওয়ার পর মেসি নিজে না নিয়ে এগিয়ে দিয়েছিলেন সিলভেতিকে। সেবার ব্যর্থ হলেও যুব বিশ্বকাপের সেমিতে ভাগ্য গড়ে দেওয়া গোলটি তিনি করলেন ৭২তম মিনিটে।ৎ
কলম্বিয়া ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্ট বরাবর নিয়েছে চার শট। অন্যদিকে আর্জেন্টিনার দখলে বল ছিল ৪৬ শতাংশ। কলম্বিয়ার পোস্টে আর্জেন্টিনা নিয়েছে ৫ শট। যার মধ্যে গোল কেবল একটি। তাতেই ২০০৭ সালের পর ফাইনালে তারা।
ফাইনালে আর্জেন্টিনা খেলবে মরক্কোর বিপক্ষে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় ছিল ফ্রান্স ও মরক্কো। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট পায় মরক্কো।
মরক্কোর গোলকিপার ইয়াসিন বেঞ্চাউচ চোট নিয়ে মাঠ ছাড়েন ৬৪তম মিনিটে। তার জায়গায় নামানো হয় ইব্রাহিম গোমিসকে। টাইব্রেকারের একটু আগে কোচ মাঠে পাঠান আব্দেলহাকিম এল মেসবাহিকে, দলের তৃতীয় পছন্দের গোলকিপার যিনি।
মেসবাহির পানির বোতলে ফ্রান্সের ফুটবলারদের মুখের ছবি আঁকা ছিল এবং ছোট্ট করে গ্রাফিক্স ছিল, কে কোন পাশ দিয়ে শট নিতে পারেন। সেটি কাজে লেগে যায় একদম শেষে। ফ্রান্সের শেষ শটটি ঠেকিয়ে নায়ক হয়ে যান এই টুর্নামেন্টে প্রথমবার খেলা এই গোলরক্ষক। টাইব্রেকারে দিলিয়ান এনগুসেনের নেওয়া ফ্রান্সের শেষ শটটি রুখে দেন তিনি।
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো হেরেছিল ফ্রান্সের কাছে। এবার যুবাদের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ফ্রান্সকে বিদায় করে সেই হারের প্রতিশোধ নিল মরক্কো।