Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্লট দুর্নীতি : হাসিনা-রেহানার সঙ্গে টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক
[publishpress_authors_box]

রাজউকের প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারেও পরোয়ানা জারি হলো।

দুর্নীতি দমন কমিশনের এই মামলায় রবিবার পরোয়ানা জারির এই আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

টিউলিপের মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বোন আজমিনা সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় এই আদেশ হয় বলে জানিয়েছেন দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলে আগামী ২৭ এপ্রিল তারিখ ধার্য করেছে আদালত।

যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ গত বছর কিয়ার স্টারমার সরকার গঠনের সময় সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছিলেন। তবে বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় কয়েক মাস আগে পদত্যাগ করেন তিনি।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দুর্নীতির অনুসন্ধানে নেমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম পায় দুদক।

ওই প্রকল্পে ১০ কাঠার ছয়টি প্লট নেওয়া হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। একটি শেখ হাসিনার নিজের নামে, একটি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে, একটি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে, একটি বোন শেখ রেহানার নামে, একটি রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে ও একটি রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে।

টিউলিপের নামে কোনও প্লট নেওয়া না হলেও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসাবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা-বোন-ভাইয়ের নাম প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন বলে দুদক অভিযোগ তোলে। সে কারণে তিনটি মামলায় তাকে আসামি করা হয়।

ওই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে রবিবার পলাতক থাকায় তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।

শেখ রেহানার প্লট নিয়ে গত ১৩ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তাতে রেহানার পাশাপাশি টিউলিপ, শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তাতেও টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আফনান জান্নাত কেয়া ।

রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও একই দিনে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তাতে টিউলিপ, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলার বাদীই তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

টিউলিপ তার বিরুদ্ধে আনা দুদকের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তিনি যুক্তরাজ্যে সাংবাদিকদের বলেছেন, তার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগ ভুয়া। এই অভিযোগের তদন্তে বাংলাদেশ থেকে কোনও কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। তার আইনজীবীরা চিঠি পাঠিয়েও কোনও জবাব পায়নি।

এর প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের বলেন, দালিলিক প্রমাণের ভিত্তিতেই পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আসামি করা হয়েছে টিউলিপকে।

এদিকে পলাতক থাকায় ঢাকার একই আদালত গত ১০ এপ্রিল অন্য মামলায় শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও সেখানেই রয়েছেন তিনি। তার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুতুলও রয়েছেন ভারতে। ছেলে জয় রয়েছেন যুক্তরাষ্ট্রে।

শেখ রেহানা বোনের সঙ্গে গত ৫ আগস্ট ভারতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

রেহানার আরেক মেয়ে আজমিনাও যুক্তরাজ্যে থাকেন। রাদওয়ান অভ্যুত্থানের আগে দেশে থাকলেও তিনিও এখন বিদেশে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত