অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই পদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা। চীনের দাজহুতে আজ (রবিবার) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
ছেলেদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জের সুযোগ ছিল ছেলেদের দলেও। তবে ২-৫ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরে চতুর্থ হয়েছে তারা। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ গোলে সমতা থাকলেও শেষ কোয়ার্টারে পেরে উঠেনি বাংলাদেশ।
বাংলাদেশ মেয়েদের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল কাজাখস্তান। আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে যায় বিরতির আগে। তৃতীয় কোয়ার্টারে গোল করেন বাংলাদেশের অধিনায়ক রিমন সারিকা।
শেষ কোয়ার্টারে কনা ও নিনিসেন রাখাইনের গোলে ম্যাচটা আসে হাতের মুঠোয়। কাজাখস্তান ৫৯ মিনিটে এক গোল ফিরিয়ে হারের ব্যবধানটা নামিয়ে আনে ৬-২’এ।