সর্বশেষ ৭০ বছরে আসিফ আফ্রিদির চেয়ে বেশি বয়সী ক্রিকেটারের অভিষেক হয়নি পাকিস্তানে। ৩৮ বছর ২৯৯ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টে অভিষেক হয়েছিল তার। প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন বাঁ-হাতি এই স্পিনার।
আজ (বুধবার) রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ৫ উইকেট নিয়েছেন তিনি। পঞ্চম উইকেট নেওয়ার পরই সেজদায় লুটিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান আসিফ আফ্রিদি। ৩৮ বছর ৩০১ দিন বয়সে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার।

এর আগের রেকর্ডটা ছিল ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের। ৩৭ বছর ৩৩২ দিনে ৯২ বছর আগে ১৯৩৩ সালে অভিষেক ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
আসিফ রেকর্ড গড়লেও আটকাতে পারেননি দক্ষিণ আফ্রিকার লিড। পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে ১১১ ওভারে ৯ উইকেটে ৩৭৪ করেছে প্রোটিয়ারা। সেনুরান মুথুসামি ব্যাট করছিলেন ৮৩ রানে। তার সঙ্গে ৩৫ বলে ৪৮ রানে অপরাজিত কাগিসো রাবাদা। ৩০৬ রানে ৯ উইকেট হারানোর পর দুজনের শেষ উইকেট জুটিতে লিড পেয়েছে প্রোটিয়ারা।
আসিফ আফ্রিদি ৭১ রানে নিয়েছেন ৫ উইকেট। নোমান আলীর উইকেট ২টি।



