এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপটাকে বলা হচ্ছে ‘মৃত্যুকূপ’। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত দল থাকায় এই গ্রুপ থেকে সুপার ফোরে কারা যাবে বলা কঠিন। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ গ্রুপপর্বেই বিদায় নেবে। ধারাভাষ্যকার হার্শা ভোগলেও ‘বি’ গ্রুপে বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে।
এই গ্রুপের অপর দল হংকং। তারা পর্যন্ত হুমকি মানছে না লিটন দাসের দলকে! আজ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং।
এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করলেও বাংলাদেশি সাংবাদিকদের হংকংয়ের তারকা ক্রিকেটার নিজাকাত খান বলেছেন, ‘‘টি–টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। যে দিনে ভালো খেলেন, জিতবেন। প্রতিপক্ষ শক্তিশালী নাকি দুর্বল দল—এতে কিছু যায় আসে না। আমরাও আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে আপনি জানেন না কী হবে!’’
২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল হংকং। সেই ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৮ রানে। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন নিজাকাত খান।
সেই ম্যাচের স্মৃতি হাতড়ে নিজাকাত খান জানালেন, ‘‘ম্যাচটা বিশেষ ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন। ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা সময় তারা ভালো খেললেও আমরা ম্যাচে ফিরে আসি।’’
এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর আবার বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। খেলবেন নিজাকাতও। এবারও বাংলাদেশকে দুঃস্বপ্নই উপহার দিতে চাইবে হংকং।