হংকং চায়না ফুটবল দলে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার আছেন ৫ জন। সান্তোসে নেইমারের অধিনায়ক থাকা দুদু শক্তি বাড়িয়েছেন তাদের। পাশাপাশি জাপান, ক্যামেরুন, জার্মানিসহ আরও কয়েকটি দেশের খেলোয়াড় খেলেন হংকং চায়নার হয়ে।
এমন বহুজাতিক একটা দলের বিপক্ষে আজ রাত ৮টায় এশিয়ান বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য প্রতিপক্ষের প্রবাসী ফুটবলার নিয়ে চিন্তিত নন । দল হিসেবে হংকংয়ের বিপক্ষে খেলতে চান তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘‘আমি মনে করি সিঙ্গাপুরের মানের দল হংকং। তাদের প্রবাসী ফুটবলারদের খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কারণ হংকং একটা দল এবং তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। তাই হংকংয়ের প্রবাসী ফুটবলাররা কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি।’’
‘সি’ গ্রুপের টেবিলে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে। শীর্ষে থাকার লড়াইটাও চলছে তাদের মধ্যে। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে। আজ জিতলে আশা জাগবে বাংলাদেশেরও। সেটাই লক্ষ্য হামজাদের।
সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেটা হংকং চায়নার বিপক্ষে করতে চান না কাবরেরা , ‘‘ বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কোনো পয়েন্ট পাইনি। আমরা ম্যাচটিতে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম। সেই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং একই ভুল আমরা এবার করতে চাই না। এটাই মূল বিষয়। হংকংকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে।’’
ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে অধিনায়ক জামাল ভূঁইয়াকে মাঠে নামাননি কাবরেরা। হংকং ম্যাচে জামালকে নিয়ে কাবরেরা বললেন. ‘‘ জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়ক-ই থাকবে। এটা অপরিবর্তনীয়।’’
যুক্তরাস্ট্র প্রবাসী জায়ান আহমেদকে ঘিরে আশাবাদী কোচ, ‘‘জায়ান ভালো করছে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফর্ম করেছে। ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলেছে। আমি ওকে সেখানেও দেখেছি। এখানেও সে খুব মনোযোগী।’’
সেরা একাদশে তপু ও শমিত সোমের খেলা নিয়ে কাবরেরা জানালেন, ‘‘তপু উন্নতি করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একটি জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিক্যাল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। তার যাত্রাটা দীর্ঘ হলেও সে ভালো অনুভব করছে। কাল (আজ) সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।’’