Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত : বুলবুল

গণমাধ্যমে কথা বলছেন বুলবুল। ছবি : সংগৃহীত
গণমাধ্যমে কথা বলছেন বুলবুল। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটক। এতে নতুন সংযোজন, আদালতের রায়ে নিষিদ্ধ ১৫ ক্লাবের আজ ভোটাধিকার ফিরে পাওয়া। এমন নাটক আর বিতর্কের মাঝে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল থাকলেও এখন সেই সুযোগ নেই। কারণ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম। সরে দাঁড়িয়েছেন আরও অনেকে।

এ নিয়ে বুলবুল বললেন, ‘‘ যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’’

বুলবুল এসেছিলেন টি-টোয়েন্টি ইনিংস খেলতে। নির্বাচন দিয়ে তার সরে দাঁড়ানোর কথা ছিল শুরুতে। অথচ নাটকীয় কিছু না হলে তিনিই আগামীকালের নির্বাচনে হতে যাচ্ছেন আরও ৪ বছরের জন্য বিসিবির প্রেসিডেন্ট।

নির্বাচন করে বিসিবি প্রেসিডেন্ট হওয়া নিয়ে বুলবুল বললেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব। তবে এই সময়ে আমার লক্ষ্য এখন বাংলাদেশ ক্রিকেট।’’

আদালতের রায়ে নিষিদ্ধ ১৫ ক্লাব আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে আরও। এই পরিবর্তন নিয়ে বুলবুলের ভাবনা, ‘‘আমি একটা জিনিস শিখেছি প্রতিটি ঘণ্টা চেঞ্জ হয়। এখনও ২০ ঘণ্টা আছে দেখি কি হয়।’’

বিসিবি নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রভাব নিয়ে বুলবুল বললেন,‘‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন। যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম আর কী! এখানে তাকে আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন না, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত