ফুটসালে অভিষেক হল বাংলাদেশের। আর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ১২-০ গোলে উড়ে গেছে বাংলাদেশ। ইরান এশিয়ান ফুটসালে বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন। বিশ্ব ফুটসাল র্যাঙ্কিংয়ে তারা পঞ্চম স্থানে। তাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সোমবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ‘জি’ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
জেমি ডে’র সময় জাতীয় ফুটবল দলে খেলেছিলেন কানাডা প্রবাসী রাহবার খান। বাংলাদেশের প্রথম ফুটসাল ম্যাচের নেতৃত্ব দিয়েছেন তিনি। গোলরক্ষক ছিলেন জাহিদ হাসান রাব্বি। ফাইভ এ সাইড ম্যাচের অন্য তিনজন – মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি, কাজী ইব্রাহিম। বদলি হয়ে পরে খেলেন দলের অন্যরাও।
শুরুতে ইরানকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছিলেন খেলোয়াড়রা। তবে দশম মিনিটে শবরন শাকিলের ভুলে গোল হজম করতে হয় দলকে। ইরানের হয়ে গোলটি করেন হোসেইন সাবজি। সেই গোলের পর উৎসবেই মাতে ইরান। জোড়া গোল করেন হোসেইন তায়েবি। এরপর মোহম্মদ হোসেইন বাজিয়ার, ইউসুফ এবং বেহরুজ আজিমিহেমাতাবাদির গোলে বিরতির আগেই ব্যবধান ৬-০।
দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল ইরানের। ২১ মিনিটে বাজিয়ার, ৩২ মিনিটে মোহম্মদ হোসেইন দেরাখশানি, ৩৫ মিনিটে সাঈদ মোমেনি, ৩৭ মিনিটে মাহদি কারিমি এবং ৩৮ মিনিটে অপর গোলটি গোলামির।
বাংলাদেশ ফুটসাল দল প্রায় দেড় মাস ইরানী কোচ সাঈদ খোদারাহমির অধীনে অনুশীলন করেছে। ঢাকায় ফুটসাল কোর্টের অভাবে ভালোভাবে অনুশীলন না হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। এরপর প্রথম আন্তর্জাতিক ফুটসালে অংশ নিয়ে প্রথম ম্যাচে লড়াই-ই করতে পারল না বাংলাদেশ।