Beta
শনিবার, ১৮ মে, ২০২৪
Beta
শনিবার, ১৮ মে, ২০২৪

বাংলাদেশ সিরিজের ১৫ জন নিয়েই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল

যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি: টুইটার
যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আটলান্টিকের ওপারের দেশের প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সিরিজের এই দলটাই যুক্তরাষ্ট্রের জার্সিতে বিশ্বকাপ খেলতে নামবে।

বিশ্বকাপের আগেই যেহেতু বাংলাদেশের বিপক্ষে সিরিজ। সেকারণে বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের জন্য একই দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন।

বিশ্বকাপে খেলার লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জার্সিতে তার অভিষেক হয়েছে। গত মাসে খেলেছেন কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি। এবার বাংলাদেশ সিরিজ তো বটেই, কুড়ি ওভারের বিশ্ব আসরেও সুযোগ হয়ে গেল তার।

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), স্টিভেন টেলর, কোরে অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারমিত সিং, নোশটাস কেনিগে, শ্যান্ডলি ফন শাল্কউইক, নিতিশ কুমার, অ্যান্ড্রিস গউস, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।

রিজার্ভস: গজানন্দ সিং, ইয়াসির মোহাম্মদ, জুয়ানয় ড্রিসডেল।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত