Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আফগানদের ‘বাংলাওয়াশের’ পর জাকেরের বিশ্বকাপ ভাবনা

3123
[publishpress_authors_box]

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে মিলত সেই সুযোগ। আফগানদের কাছে হেরে সেই স্বপ্ন ভেস্তে যায়। সেই আফগানিস্তানকে এবার শারজাহয় ৩-০’তে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

পরের বিশ্বকাপের খুব বেশি দেরি না থাকায় এ নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীকে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এখন পাখির চোখ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে, ‘‘প্রস্তুতি খুব ভালো হচ্ছে। কোচরাও সেভাবেই এগোচ্ছেন। বিশ্বকাপের আগে আছে ৬ টি-টোয়েন্টি। বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা কীভাবে প্রস্তুত হতে পারে, সেভাবেই সব চলছে।’’

শেষ ১০ ইনিংসে কেবল দুটি ইনিংসে ৩০ রানের গণ্ডি পার করতে পেরেছেন জাকের। এ নিয়ে বললেন, ‘‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কিছু বলার নেই। প্রথমে পরিষ্কার করি, আমি ম্যাচ জিতাইনি। সবার প্রচেষ্টায় খেলা জিতেছি। এখানে আমাকে কৃতিত্ব দেয়ার কিছু নেই। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। লিটনদা ছিল না, উনি না থাকায় আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব প্লেয়ারদের। তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক ভালো করেছে।’’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ নিয়ে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘‘এশিয়া কাপে আমরা খেলেছি আবুধাবিতে খেলেছি। কন্ডিশন আমাদের জানা আছে। মাঠটা বড়। আমরাও দল হিসেবে প্রস্তুত। ওয়ানডে সিরিজেও করতে চাই দারুণ কিছু।’’

সাইফ হাসান অসাধারণ ফিফটি করে হয়েছেন ম্যাচ সেরা। এশিয়া কাপে ওপেনার থেকে আফগান সিরিজে তিন নম্বরে ব্যাট করা নিয়ে সাইফ জানালেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ পজিশন। গত টুর্নামেন্টে আমি ওপেনিং করেছিলাম। কিন্তু কোচ ফিল সিমন্স সিরিজ শুরুর আগে আমাকে পরিষ্কার একটা পরিকল্পনা দিয়েছে। সে আমাকে বলেছে আমি তিন নম্বরে ব্যাটিং করতে যাচ্ছি। সুতরাং আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি।’’

সাইফ আরও যোগ করেন, ‘‘‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ ছিল। আশা করি আমরা এই ফর্মটা ধরে রাখতে পারব।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত