Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

‘বিসিবির পুরো নির্বাচন ব্যবস্থা বাতিল হয়ে যেতে পারে’

বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। ছবি : হান্ডবল ফেডারেশন
বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। ছবি : হান্ডবল ফেডারেশন
[publishpress_authors_box]

বিসিবির একপেশে নির্বাচন শেষ হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ বছরের জন্য বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ বোর্ডের প্রথম সভায় বিভিন্ন কমিটির দায়িত্বও বন্টন হয়ে গেছে। এরই মাঝে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

আজ (মঙ্গলবার) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক স্মরণ করিয়ে দিয়েছেন আদালতের রায়ে বিসিবির পুরো নির্বাচনব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার কথা।

আমিনুল বললেন, ‘‘বুলবুল ভাইয়ের যে চিঠিটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা রিট করে চ্যালেঞ্জ করেছিলেন, তার ফলে একটি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও, আদালত রায় দিয়েছেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এর অর্থ হলো, যদি হাইকোর্ট চিঠিটিকে অবৈধ ঘোষণা করে, তবে ইতিমধ্যে নির্বাচিত সদস্যদের থাকা সত্ত্বেও পুরো নির্বাচন ব্যবস্থাও বাতিল হয়ে যেতে পারে।’’

বিসিবি নির্বাচনকে ‘ফিক্স’ বলে নাম প্রত্যাহার করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন। পরে নাম প্রত্যাহার করেন আরও কয়েকজন।

তাদের অভিযোগ ছিল, জেলা ও বিভাগীয় কাউন্সিলর হিসেবে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুলের দেওয়া চিঠিটি বৈধ নয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও আমিনুলের চিঠিটি বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

এছাড়া নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার হস্তক্ষেপের কথাও বলেছেন আমিনুল, ‘‘বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তাঁর হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছেন।’’

বিসিবি নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগও তুললেন আমিনুল হক, ‘আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত