Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঘরের মাঠে ‘বিদায়ী’ ম্যাচ খেলবেন মেসি, ব্রাজিলে ফিরছেন নেইমার

br ar
[publishpress_authors_box]

২০২৬ বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর একটাই প্রতিযোগিতামূলক ম্যাচ বাকি আর্জেন্টিনার। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দিয়েছিল লিওনেল মেসির।

হঠাৎ চোটে পড়ায় ইন্টার মায়ামির কয়েকটা ম্যাচও মিস করেছিলেন তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দলে ফেরানো হয়েছে মেসিকে। তাতে ভেনেজুয়েলার বিপক্ষে ৫ সেপ্টেম্বর দেশের মাটিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপ শেষে তার অবসরের সম্ভাবনাই বেশি। তাই দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হতে পারে ৫ সেপ্টেম্বর।

আর্জেন্টিনা দল ঘোষণা করলেও ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা করবে সোমবার। এরই মধ্যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক তালিকার খেলোয়াড়দের নিয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে জানিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নিশ্চিত করেছে সেই দলে রয়েছেন নেইমার।

তাতে ২২ মাস পর জাতীয় দলে ফিরবেন এই তারকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন তিনি। সান্তোসের হয়ে আলো ছড়ানো এই তারকাকে ঘিরে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনাও সাজাচ্ছেন আনচেলত্তি। তবে ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রাম দেওয়া হবে বলেও জানিয়েছে গ্লোবো।

বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই দলে মেসি ছাড়াও আছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ।

 আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় ডেকেছেন এ মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করা ২৪ বছর বয়সী লোপেজকে। বাদ পড়েছেন এনসো ফার্নান্দেস, নিকো দমিনগেস ও ভালেন্তিন বার্কো। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি।

‘গ্লোবো’ জানিয়েছে নেইমার ছাড়াও ডাক পেতে যাচ্ছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ),  ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও) ও রোদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।  

১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। তাই রিয়াল মাদ্রিদ তারকাকে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বিশ্রামের রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত