বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনার বটমূলে আয়োজন করে আসছে বর্ষবরণ অনুষ্ঠান। সুরে-গানে-কথায় এ আয়োজন যোগায় বাঙালি হয়ে বাঁচবার রসদ, জানায় বাঙালির জীবনকে শুদ্ধ করার আহ্বান। জাতীয় জীবনে দীর্ঘ প্রায় ষাট বছর ধরে সত্যিকারের প্রাণ-প্রকৃতি ঘনিষ্ঠ বাঙালি হওয়ার প্রেরণা হয়ে উঠেছে এ অনুষ্ঠান । ঢাকায় রমনা পার্কে অশ্বত্থ গাছের নিচে ১৩৭৪ বঙ্গাব্দ/ ১৯৬৭ সালের মধ্য এপ্রিলে পহেলা বৈশাখের সকালে প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অশ্বত্থ পঞ্চবটীরই একটি বলে অনুষ্ঠান চত্বরের নাম হয়েছে বটমূল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এবং করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। বাঙালির সম্প্রীতি আর ঐক্যের সুর গড়ার বার্তা দেয় বর্ষবরণের এই অন্যবদ্য আয়োজন। ছবি: ছায়ানটের সংগ্রহশালা থেকে (বি.স.)