Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভারতে খেলবেন রোনালদো

ronaldo-7
[publishpress_authors_box]

পেলে থেকে ডিয়েগো ম্যারাডোনা হয়ে লিওনেল মেসি- ফুটবলের এই কিংবদন্তিরা মাতিয়েছেন ভারতের মাঠ। তবে তাদের কেউই প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেননি, অংশ নিয়েছেন প্রদর্শণী কিংবা প্রীতি ম্যাচে। এই জায়গায় ভারতীয় ফুটবল নতুন ইতিহাস লেখার অপেক্ষায়। প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে ভারতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

পর্তুগিজ ফরোয়ার্ড এখন খেলছেন আল নাসরে। সৌদির এই ক্লাবটি খেলবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে। এশিয়ান অঞ্চলের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের ড্র আল নাসরের ভারতে খেলার পথ তৈরি করে দিয়েছে। একই গ্রুপে আল নাসরের সঙ্গে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়া। অক্টোবরে ভারতীয় ক্লাবটির মাঠে আতিথ্য নেবে রোনালদোর দল।

২২ অক্টোবর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিক ক্লাবের মুখোমুখি হবে আল নাসর। এই ম্যাচ দিয়েই ভারতের মাটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে দেখা যেতে পারে রোনালদোকে। চোটসংক্রান্ত কোনও সমস্যা না থাকলে চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচটি খেলার কথা পর্তুগিজ তারকার।

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে আল নাসরে যোগ দেন রোনালদো। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি, তবে বড় কোনও শিরোপা এখনও জেতা হয়নি তার। এ কারণে এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার সব ম্যাচেই রোনালদোকে দেখতে পাওয়ার কথা।

ভারতীয় ফুটবলপ্রেমীরাও রোনালদোকে মাঠে দেখার অধীর অপেক্ষায়। এফসি গোয়া-ও প্রতিপক্ষ দলে রোনালদোকে চাইছে। সংবাদ সংস্থা এপিকে ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুষ্কুর বলেছেন, “এফসি গোয়ার মতো ক্লাবের জন্য এই রকম মুহূর্ত জীবনে একবারই আসে। আল নাসর ও ক্রিস্তিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়াই সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত