বিসিবি নির্বাচনের পর নতুন কমিটি প্রথমবার মিরপুরে নিজেদের কার্যালয়ে আনুষ্ঠানিক সভা করে। সেই সভায় প্রথম কাজ হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে যার যার কমিটি। সেখানে সবচেয়ে বেশি কমিটিতে নিজে থাকছেন আমিনুল ইসলাম বুলবুল।
তবে সাবেক সভাপতি ফারুক আহমেদ পাননি কোন কমিটি। নিজে অন্যতম সহ-সভাপতি হলেও কোন কমিটির দায়িত্বে রাখা হয়নি তাকে। এছাড়া অপর সহ-সভাপতি শাখাওয়াত হোসেনকেও দেওয়া হয়নি কোন কমিটির দায়িত্ব।
তবে খসড়া পরিচালনা কমিটির লিস্টে হাই পারফরম্যান্স কমিটির সহ-সভাপতি হিসেবে ছিল ফারুক আহমেদের নাম। তা পরিবর্তন করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে রাহাত সামসকে। ফারুক আহমেদ কিছুদিন আগেও সভাপতি ছিলেন তবুও তাকে কোনও দায়িত্ব কেন দেওয়া হয়নি এ ব্যাপারে অবশ্য সংবাদ সম্মেলনে আসা ইফতেখার রহমান কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে পারেননি। ব্যাপারটি একমাত্র আমিনুল ইসলামও জানেন বলে জানালেন মিঠু।
বিসিবির নতুন কমিটিতে বেশিরভাগই নতুন মুখ। তাদের কাজও নতুন। নতুন করে পরিচালকদের মধ্যে নাজমুল হোসেন পাপনের সময়ের একজন পরিচালক হিসেবে টিকেছেন ইফতেখার রহমান মিঠু। এছাড়া গত বোর্ডের আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম আছেন। বাকিরা সবাই নতুন মুখ।
তবে এই কমিটিতে আগামী দুই মাস পর পরিবর্তন আসতে পারে। কোন পরিচালক তা কমিটি পরিচালনা করতে না চাইলে বোর্ডে তা জানাতে পারবেন বলে জানিয়েছেন গতবারের মতো এবারও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হওয়া মিঠু।
বিসিবির নতুন কমিটিতে এবার পরিচালক হয়েছেন সাবেক দুই ক্রিকেটার। গত বোর্ডে থাকা আকরাম খান, খালেদ মাহমুদদের ক্রিকেটীয় পরিচালক পরিচয়ের মতো এবার দেখা যাবে খালেদ মাসুদ পাইলট ও আবদুর রাজ্জাককে।
ক্রিকেটারের পর সংগঠক বা নির্বাচক, এবার পরিচালক। প্রথমদিন বোর্ড সভা শেষে দুই সাবেক ক্রিকেটারই দিনটিকে স্মরনীয় বলেছেন। নতুন কিছু মনে হয়নি তাদের কাছে। দেশের ক্রিকেটের জন্য কোন উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারলে তখন দুজনই নতুন দায়িত্বকে নতুন কিছু মনে করবেন বলে জানিয়েছেন।