লিগে আবাহনী বিবর্ণ। জিততে পারেনি প্রথম দুই ম্যাচ। তবে ফেডারেশন কাপে দারুণ শুরু করল তারা। ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৪-২ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেছেন শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতে। কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ ।
প্রিমিয়ার লিগের দশ দল ফেডারেশন কাপে দুই গ্রুপে খেলছে। আজ ছিল এ গ্রুপের দুই ম্যাচ। এ গ্রুপের অন্য দলটি পিডব্লিউডি। ফেডারেশন কাপে আগের রাউন্ডে বি গ্রুপের দুই ম্যাচ হয়েছিল।
ফেডারেশন কাপের পরবর্তী রাউন্ডের খেলা ২ ডিসেম্বর। বসুন্ধরা কিংসের এএফসি কাপ, জাতীয় দলের নভেম্বর উইন্ডোর জন্য লিগ ও ফেডারেশন কাপে বিরতি চলবে আবারও। ২ ডিসেম্বর ‘বি’ গ্রুপে মোহামেডান-ফর্টিস ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ফেডারেশন কাপের লড়াই।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (শুক্রবার) বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী। চতুর্থ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। মাঝ মাঠ থেকে লং পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন দিয়াবাতে। গোলকিপার সাজু আহমেদ তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মালির স্ট্রাইকার দিয়াবাতে।
৩৩ মিনিটে মোরসালিনের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ৩৬ মিনিটে আবারও পেনাল্টি আদায় করেন দিয়াবাতে। বক্সে মালির এই ফরোয়ার্ডকে মোহামেদ ফোফানা জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে এক গোল ফেরান শান্ত। তবে ৬৩তম মিনিটে ব্যবধান ৪-১ করেন মোরসালিন। সতীর্থের কাটব্যাক থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন মোরসালিন। ফকিরেরপুলের রিয়াদ ৬৯ মিনিটে গোল করে ব্যবধান কমান ৪-২’এ।



