নতুন অধ্যায়ই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিসে। প্রথমবার নিয়োগ পেতে যাচ্ছেন কোনও নারী কোচ। দুই বছরের জন্য চুক্তি হতে যাচ্ছে ইরানের মিদিয়া লোতফোলাহনাসাবির সঙ্গে।
মাত্র দুই মাসের জন্য থাইল্যান্ডের পাতারার্তোন পাসারাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। চুক্তি শেষে দেশে ফিরে গেছেন এই কোচ। টেবিল টেনিস ফেডারেশন এবার ইরান থেকে আনছে আরেক নতুন কোচ মিদিয়া লোতফোলাহনাসাবিকে। এই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন এই নারী কোচ। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে টেবিল টেনিস ফেডারেশন।
বাংলাদেশের টেবিল টেনিসের ইতিহাসে এর আগে কখনো কোনো নারী কোচ আসেনি। মিদিয়া ইরানের সাবেক জাতীয় নারী এককের চ্যাম্পিয়ন।
তিনি বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল ওয়ান ও লেভেল টু কোচেস কোর্স করেছেন। কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইরান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত। হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ইরান জাতীয় দলের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট জানিয়েছেন, ‘‘আমরা তাকে চেষ্টা করব দুই বছরের চুক্তি করতে। যাতে সার্বিক একটা প্রশিক্ষণের সময় নিয়ে এগোতে পারি। এখানে শুধু জাতীয় দল অন্তর্ভুক্ত থাকবেনা, বয়সভিত্তিক খেলোয়াড়দের ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’’



