জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন গ্রায়েম ক্রেমার। তার নেতৃত্বে ২০১৮ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে খেলেছিল জিম্বাবুয়ে। বাছাইয়ে ব্যর্থ হয়ে ২০১৯ বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। ক্রেমারও ক্রিকেট থেকে নেন বিরতি।
ক্রিকেট ছেড়ে নাম লেখান গলফে। তার স্ত্রী মেরনা দুবাইয়ে একটি এয়ারলাইনের পাইলট। স্ত্রীর সঙ্গে থাকতে চলে গিয়েছিলেন আরব আমিরাতে। সাত বছরের বেশি সময় পর আবারও ক্রিকেটে ফিরলেন ক্রেমার।
গত আগস্টে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন ক্রেমার। জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে ৪৫ ওভারের খেলায় নিজের প্রথম দুই ম্যাচেই নেন ৪টি করে উইকেট। এরই পুরস্কার হিসেবে ফেরানো হলো তাদের।

ক্রেমারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জানুয়ারিতে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে। ১৯ টেস্টে ৫৭ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ৯৬ ওয়ানডেতে ১১৯ ও ২৯ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৫ উইকেট।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের জিম্বাবুয়ে দলে ছিলেন না ক্রেমার। টুর্নামেন্টে জয়ী হয়েই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে।
বাছাইপর্বে অপরাজিত থাকা ১৫ সদস্যের দলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। শুধিু পেসার ট্রেভর গুয়ান্ডুর জায়গায় দলে এসেছেন ক্রেমার।



