Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নির্বাচনে কালো টাকা বন্ধে ব্যবস্থা নেবে সরকার : অর্থ উপদেষ্টা

বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউপেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : অর্থ মন্ত্রণালয়
বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউপেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : অর্থ মন্ত্রণালয়
[publishpress_authors_box]

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাকক্ষে সার্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউপেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তবে নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের বিষয়টি রাজনৈতিক সংস্কতির ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা বন্ধে কোনও উদ্যোগ নেওয়া হবে কি না- অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এ জন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। এটা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনে অবসান ঘটলে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপিসহ অন্য রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় হওয়া মামলার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে।

মঙ্গলবার রাজধানীতে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।”

বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “কোনও রাজনৈতিক দলের একজন নেতা নির্বাচন হবে না বললেই তা বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।”

তিনি বলেন, “কেউ বললেই নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে, এমনটি মনে করার কোনও কারণ নেই। যারা বলছেন, এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য।”

অর্থ উপদেষ্টা বলেন, “রাজনৈতিক বক্তব্য ওরা রাখুক। আমি বামপন্থি রাজনীতি করছি। তখন কত বক্তব্য দিয়েছি। হল বন্ধ করে দাও। ইউনিভার্সিটি বন্ধ করে দাও। বন্ধ হয়েছে নাকি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত