Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশের সঙ্গে হাজি সেলিমের চেঁচামেচি

ঢাকার আদালতে হাজি মোহাম্মদ সেলিম।
ঢাকার আদালতে হাজি মোহাম্মদ সেলিম।
[publishpress_authors_box]

নতুন এক মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আনার পর পুলিশের ওপর রাগ ঝাড়লেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম।  

এজলাসের কাঠগড়ায় একটি পত্রিকা পড়ছিলেন তিনি। এক পুলিশ সদস্য তা নিতে গেলেই ক্ষেপে ওঠেন বাকশক্তি হারানো এই রাজনীতিক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন হাজি সেলিম। তারপর থেকে তিনি কারাগারে। অভ্যুত্থানের সময়কার কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয় তাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার শাহবাগ থানার এক মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়েছিল তাকে।  

সকাল ১০টা ১০ মিনিটের দিকে এজলাসে তোলা হয় হাজি সেলিমকে। এসময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছমোড়া বাঁধা ছিল।

কাঠগড়ায় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য তা সরিয়ে নিতে গেলে হাজি সেলিম চিৎকার করে ওঠেন। তখন আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন।

কিছুক্ষণের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু হলে মহানগর হাকিম পার্থ ভদ্র ওই মামলায় হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে হাজি সেলিমকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। তখন আবার পুলিশের সঙ্গে চেঁচামেচিতে লিপ্ত হন তিনি। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে।

তার আইনজীবী শ্রী প্রাণ নাথ সাংবাদিকদের বলেন, “আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে এসেছিলেন।”

ব্যবসায়ী গোষ্ঠী মদিনা গ্রুপের কর্ণধার হাজি সেলিম এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন। ১৯৯৬ সালে পুরান ঢাকার লালবাগ আসন (তখন ছিল ঢাকা-৮, এখন ঢাকা-৭) থেকে প্রথম আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালে একই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০১৮ সালে আবার নৌকা প্রতীকে নির্বাচিত হন। ওই নির্বাচনের আগেই অসুস্থ হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। ভোটের প্রচারে নেমে ভাঙা ভাঙা শব্দে কথা বলছিলেন তিনি।

২০২৪ সালের নির্বাচনে হাজি সেলিম আর প্রার্থী হননি। তবে ওই আসনে তার ছেলে সোলায়মান সেলিম আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন।

তার সাত মাস পর গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে আওয়ামী লীগের আরও মন্ত্রী-এমপিদের পাশাপাশি হাজি সেলিম ও তার ছেলে সোলায়মানও গ্রেপ্তার হন।

গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত