Beta
সোমবার, ৬ মে, ২০২৪
Beta
সোমবার, ৬ মে, ২০২৪

বৈশাখের তাপে নাগরিক হাঁসফাঁস

দেশে চলমান তাপপ্রবাহে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেও কাজের প্রয়োজনে বের হতেই হয় অনেককে। ছবি : সকাল সন্ধ্যা
এ যেন রোদ না, আগুন। আবহাওয়া অধিদপ্তরের জারি করা তিনদিনের হিট অ্যালার্টের মধ্যে বাইরে বের হলে সঙ্গে রাখতে হবে ছাতা, পানির বোতল। রমনা পার্কের দৃশ্য। ছবি : সকাল সন্ধ্যা
তীব্র গরমে প্রকৃতিই দিতে পারে প্রশান্তি। রমনা পার্কের গাছের ছায়ায় শান্তিতে বিশ্রাম নিচ্ছেন এক শ্রমিক। ছবি : সকাল সন্ধ্যা
মানুষ যেমন প্রকৃতির সন্তান, তেমন প্রাণীরাও। তাপপ্রবাহ থেকে বাঁচতে উভয়েই তাই আশ্রয় নিয়েছে প্রকৃতির কোলে। ছবি : সকাল সন্ধ্যা
যেখানে পানির দেখা মিলছে সেখানে নিজেদের ভিজিতে নিতে দ্বিধা করছে না পাখিরাও। ছবি : সকাল সন্ধ্যা
তাপদাহের মধ্যে গা জুড়ানো এক দৃশ্য। চন্দ্রিমা উদ্যানের লেকের পানিতে দাপাদাপি একঝাঁক কিশোরের। ছবি : সকাল সন্ধ্যা
আহা… শান্তি। এ ছবি যেন সেকথাই বলছে। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন