Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

BNP-Humayun Kabir-Sylhet
[publishpress_authors_box]

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেটের সন্তান হুমায়ুন কবির লন্ডনে বসবাস করেন। সেখানাকর স্থানীয় রাজনীতি ছেড়ে তিনি বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে ওঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছিলেন।

গত ৫ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের এক ভিডিওচিত্রে দেখা যায়, আলাপচারিতার শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।

প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে ‘ওয়াকওভার’ করা হচ্ছে তাও তিনি জানেন।

এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন।

বৈঠকের এমন ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনায় আসেন হুমায়ুন কবির । তিনি সিলেটের কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে সৃষ্টি হয় জল্পনা-কল্পনা।

হুমায়ুন কবির বর্তমানে দেশের বাইরে রয়েছেন। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ঘনঘন দেশে আসছেন এবং সিলেটে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে আলোচনায় চলে আসেন তিনি। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত