Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি : নুসরাত ফারিয়া

nusrat-faria-2
[publishpress_authors_box]

আদালত জামিন দেওয়ার পর কারাগার থেকে মুক্ত হয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পোস্টে গত দুটি দিনকে ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময়’ উল্লেখ করে যারা এই সময়ে পাশে থেকেছেন, কথা বলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার ভাটারা থানায় করা মামলায় মঙ্গলবার বিকালে জামিনে মুক্তি পান নুসরাত ফারিয়া।

মঙ্গলবার সকালে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেয়। বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন নুসরাত ফারিয়া।

এরপর তার ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

গত রবিবার থাইল্যান্ডে যেতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন বিভাগ তাকে আটকে দেয়। পরে ভাটারা থানায় করা ওই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। সোমবার তাকে কারাগারে আটকে রাখার আদেশ দেয় আদালত।

তারপরই তার পক্ষে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন অনেকে। তাকে আটকের প্রতিবাদে ফেইসবুকে পোস্ট দেন জুলাই অভ্যুত্থানের পক্ষে পথে নামা আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। ফেইসবুক পোস্টে তিনি লিখেন, “কি লজ্জার বিষয়! বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থার নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

একইভাবে সরব হয়ে উঠেন আশফাক নিপুন, খায়রুল বাশার, শিহাব শাহীনসহ আরও অনেক তারকা। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেইসবুকে লিখেন, “নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।”

তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেইসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, “তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।”

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া আরও লিখেছেন, “বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

দুই ঘণ্টার ব্যবধানে তার পোস্টে রিঅ্যাকশন আসে ৭৮ হাজার, কমেন্ট আসে প্রায় সাড়ে আট হাজার। এরই মধ্যে পোস্ট শেয়ার হয়েছে প্রায় ৩০০ বার।

যে অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই আন্দোলন শুরুর পর তা দমাতে খড়গহস্ত হয়েছিল আওয়ামী লীগ।

সরকার পতনের পর আন্দোলনের চলাকালে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতনের ঘটনায় পরে অনেক মামলা হয়। বেশ কয়েকটি মামলায় বিভিন্ন শিল্পী-কলাকুশলীদেরও আসামি করা হয় ‘আওয়ামী লীগের দোসর’ হিসাবে।

ভাটারা থানায় তেমন একটি হত্যাচেষ্টার মামলায় আরও অনেক শিল্পীদের পাশাপাশি নুসরাত ফারিয়াকেও আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের ওপর গুলি চালানো হয়। এসময় এনামুল হকের পায়ে গুলি লাগে।

পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিক। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিত সেই সিনেমায় অভিনয় করেন নুসরাত ফারিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত