ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিল পুরো এশিয়া কাপ। অবশেষে ভারত থেকে সরে গিয়ে আরব আমিরাতে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনার ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সেই ম্যাচ বাতিলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করেছিল ভারতের সুপ্রিম কোর্টে। আইনের চার শিক্ষার্থী এই পিটিশন করেছেন, যাদের নেতৃত্বে আছেন উর্বশী জৈন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ও ‘অপারেশন সিঁদুর’–এর পর ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়াটা একটু দ্রুতই হয়ে যায়। জাতীয় মর্যাদা ক্ষুণ্নও হয় তাতে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বাতিল নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেটা খারিজ করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বর বলেন, ‘‘কী দরকার আছে! এটা একটা ম্যাচ। হতে দিন। রবিবারে এই ম্যাচ নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।’’
ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে সব শঙ্কা দূর হয়ে গেল তাই। এদিকে এই ম্যাচটাকে ইস্যু বানাতে নিষেধ করেছেন ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কপিল বলেছেন, ‘‘সরকার তাদের কাজ করবে, আর খেলোয়াড়দের শুধু খেলা উচিত। শুধু মাঠে নেমে জিততে হবে। যার কাজ খেলা, তাকে খেলাতেই মনোযোগী থাকতে হবে। এটাকে বড় ইস্যু বানাবেন না।’’