Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জারা কি তবে বাংলা সিনেমার প্রথম পাকিস্তানি নায়িকা?

pakistani-actress-zara
[publishpress_authors_box]

স্বাধীনতার পরের প্রায় পাঁচ দশকে শবনম, নাদিম এবং ফয়সল ছাড়া বাংলাদেশি চলচ্চিত্রে পাকিস্তানি অভিনয় শিল্পীদের উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন। এসময় এমনকি শত্রুভাবাপন্ন ভারতের চলচ্চিত্রেও মূল চরিত্রে অভিনয় করেছেন অসংখ্য পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। তবে বাংলা সিনেমায় তাদের অভিনয়ের রেফারেন্স গুগলে খুঁজেও খুব কমই পাওয়া যায়।

আবার শবনমকে ঠিক পাকিস্তানি অভিনেত্রী বলা যায় কিনা সেটি নিয়েও বিতর্ক থেকেই যায়। তবে ১৯৮৬ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘লেডি স্মাগলার’ এ পাকিস্তানের হিট নায়িকা বাবরা শরীফ নায়িকা চরিত্রে অভিনয় করেন। সেটাই সম্ভবত শেষ কোনও পাকিস্তানি নায়িকার বাংলাদেশি চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করা।

গত বুধবারে গণমাধ্যমে খবর এসেছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ বাংলাদেশের ‘ফোর্স’ নামের একটি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সেই অর্থে জারা আহমেদ হবেন, বাংলাদেশি চলচ্চিত্রে সাড়ে তিন দশকের মধ্যে সত্যিকার অর্থেই প্রথম কোনও পাকিস্তানি নায়িকা, যিনি মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।  

‘ফোর্স’ এর নির্মাতা নির্মাতা আসিফ ইকবাল জুয়েল জারাকে অ্যাকশনধর্মী এই সিনেমায় নেওয়ার কারণ হিসেবে সংবাদ জানিয়েছেন, চরিত্রের সঙ্গে তার মানানসই মুখশ্রী এবং ফিট ফিগারের কথা।

 নির্মাতা জুয়েল জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন পাকিস্তানি নায়িকা জারা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই কোরবানির ঈদে সিনেমা মুক্তির চেষ্টা চলবে।

নির্মাতা দাবি করেছেন চরিত্র ও গল্পের বিস্তারিত শুনে ‘ফোর্সে’ কাজ করতে জারা রাজি হয়েছেন ।

প্রতিশোধের গল্প নিয়ে নির্মাণ হবে ‘ফোর্স সিনেমাটি। পরিবার হারিয়ে একজন সাধারণ মানুষ  কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে- সেটি দেখানো হবে এই গল্পে। সিনেমায় এর পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসবে।

এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।

পাকিস্তানি মডেল জারা ‘ছু লে আসমান’ নামে তার নিজের দেশের এক সিনেমাতেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মূলত মডেলিং করলেও একাধিক টিভি সিরিজেও তিনি অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’ ইত্যাদি। ‘ফোর্স’ সিনেমা নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশি ম্যাক দিদার ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত